দৃষ্টি নিউজ:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের পতœী বেগম হোসনেয়ারা হাসানের দাফন টাঙ্গাইলে সন্তোষে নিজ বাড়িতে সম্পন্ন করা হয়েছে। শনিবার(১৪ এপ্রিল) বাদ আছর জানাযা নামাজের পর বাড়ির পশ্চিম পাশে নিজ ভূমিতে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাযা নামাজে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ সকল দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। [vsw id=”in8EDxfaZYM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
প্রকাশ, বেগম হোসনেয়ারা হাসান দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভোগে গত বৃহস্পতিবার(১২ এপ্রিল) মধ্যরাতে ঢাকা সিএমএস হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
