আজ- সোমবার | ৫ জানুয়ারি, ২০২৬
২১ পৌষ, ১৪৩২ | রাত ৮:২২
৫ জানুয়ারি, ২০২৬
২১ পৌষ, ১৪৩২
৫ জানুয়ারি, ২০২৬, ২১ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। রোববার(৪ জানুয়ারি) জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্ব ওই অভিযান চালানো হয়।

 

 

 

 

 

 

 

 

জানা যায়, কৃত্তিম সংকট সৃষ্টি করে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির খবর পেয়ে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিক্রির রশিদ না থাকা এবং অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সদর উপজেলায় গড়াসিন বাজারে জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই উপজেলায় কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে এক লাখ টাকা এবং করটিয়া বজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

 

 

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গ্যাস সিলিন্ডার বিক্রিতে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া ও বিক্রির রশিদ না দেওয়ার অপরাধে সদর উপজেলার তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজারগুলোর অন্য ব্যবসায়ীদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, জেলায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্তিম সংকট সৃষ্টি করে অধিক দামে বিক্রি করছে। গ্যাস সিলিন্ডার বিক্রিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভোক্তা অধিদপ্তরের এ অভিযানকে স্বাগত জানান তিনি।

 

 

 

অভিযান চালানোকালে সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তারসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়