দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল ও প্রতারণার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, শহরের ছয়আনী বাজারের কিছু ব্যবসায়ী মুগ ডালের নামে মথ ডাল বিক্রি করছে। পাশাপাশি ওই ডালে রঙ মিশিয়ে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ছয়আনী বাজারের ‘মা লক্ষী এন্টারপ্রাইজ’ ও ‘অনিক এন্টারপ্রাইজ’ নামে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রোমেল জানান, মুগ ডাল বলে মথ ডাল বিক্রি করা এবং তাতে রঙ মেশানো স্পষ্ট প্রতারণা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন মিয়া, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
