আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | রাত ১২:৩৪
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল পণ্য রাখার দায়ে তিন ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় সিটি ক্লিনিক এবং দয়াল ক্লিনিকের সামনে ওই অভিযান চালায় টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

 

 

 

 

 

 

দণ্ডপ্রাপ্ত ফার্মেসির মধ্যে দি সিটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা, দয়াল মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং অনিক মেডিকেল হলকে ২০ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইলের ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল থাকার পরেও হাসপাতালের বাউন্ডারি দেওয়াল ঘেষা অর্থাৎ হাসপাতালের পাশে ক্লিনিক গড়ে ওঠা অবৈধ। যেখানে একটি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ রয়েছে সেখানে তো কোন ধরনের ক্লিনিক গড়ে ওঠা সমিচীন নয়।

 

 

 

 

 

 

 

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, তিনটি ওষুধের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তাদেরকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

তিনি জানান, টাঙ্গাইল জেলার সকল ক্লিনিক এবং ক্লিনিকের সামনে গড়ে ওঠা ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল পণ্য ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

 

 

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল শহরের সেনেটারি ইন্সপেক্টর নাহিদা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জবার উজ্জ্বল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়