আজ- সোমবার | ২৬ জানুয়ারি, ২০২৬
১২ মাঘ, ১৪৩২ | রাত ৮:২০
২৬ জানুয়ারি, ২০২৬
১২ মাঘ, ১৪৩২
২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসজনিত কিডনি রোগ বিষয়ে সেমিনার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসজনিত কিডনি রোগ বিষয়ক সেমিনার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ^বিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

 

 

 

 

 

 

 

 

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগ আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী।

 

 

 

সেমিনারে প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোটারিয়ান ড. মো. নজমুস সাদেকীন। রিসোর্স পারসন হিসেবে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক রোটারিয়ান ড. মো. শহীদুল্লাহ কায়সার (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি) এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।

 

 

 

 

 

 

 

বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের প্রেসিডেন্ট রোটারেক্টর মো. সাকিব হাসান খান।

 

 

 

 

 

 

বক্তারা বলেন, কিডনি রোগ বর্তমানে একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে। অস্বাস্থ্যকর-অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

 

 

 

 

 

 

 

কিডনি রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত-নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মতপ্রকাশ করেন।

 

 

 

সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়