আজ- ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৭:০৮

টাঙ্গাইলে সব নদীর পানি আবার বাড়ছে

 

দৃষ্টি নিউজ:

প্রায় দুই সপ্তাহ স্থির থেকে সাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সব নদীর পানি আবার দ্রুতগতিতে বাড়ছে।


টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডং সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েণ্টে ৪০ সেণ্টিমিটার, ঝিনাই নদীর(নিউ ধলেশ্বরী) পানি জোকারচর পয়েণ্টে ৩৯ সেণ্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ৩৬ সেণ্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলছোপা ব্রিজ পয়েণ্টে ২২ সেণ্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েণ্টে ১০ সেণ্টিমিটার, মির্জাপুর পয়েণ্টে ১১ সেণ্টিমিটার এবং মধুপুর পয়েণ্টে ৪০ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এরমধ্যে ঝিনাই নদীর(নিউ ধলেশ্বরী) পানি বিপৎসীমার মাত্র ৭ সেণ্টিমিটার এবং যমুনা নদীর পানি ৬৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


প্রকাশ, প্রায় দুই সপ্তাহ স্থির থেকে আবার নদীগুলোতে পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলী জমি প্লাবিত হচ্ছে। পানি বাড়তে থাকায় ইতোমধ্যে পাট, তিলসহ বিভিন্ন ফসল তলিয়ে যাচ্ছে। এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে নদীভাঙন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno