
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মডেল থানার নবাগত ওসি মীর মোশারফ হোসেন মতবিনিময় করেছেন। সোমবার(২২ জুলাই) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর মডেল থানার নবাগত ওসি মীর মোশারফ হোসেন, ওসি(তদন্ত) আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাংবাদিক কামনাশীষ শেখর, নাসির উদ্দিন, শামসাদুল আক্তার শামিম, কাজী রিপন, শামিম আল মামুন, আরিফুর রহমান টগর প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মীর মোশারফ হোসেন দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
