দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে নবগঠিত কমিটির ৩৯ সদস্য অভিষিক্ত হন। এরআগে আরিফুর রহমানকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম।
সংগঠনের জেলা শাখার সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রউফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, এনসিপি জেলা শাখার সমন্বয়ক মাহমুুদুর রহমান রাসেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।