দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বর্তমানে অতিরিক্ত ডিআইজি) এর শাস্তি দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখা সংবাদ সম্মেলনে করেছে। বৃহস্পতিবার(২২ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে টাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম তাঁর ফেসবুক আইডিতে যে স্ট্যাটাস দিয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও মনগড়া উদ্দেশ্যপ্রণোদিত এবং তথ্যবিহীন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন করেছেন। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রদত্ত বক্তব্যের নিন্দা ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহ-সভাপতি আবুল হোসাইন মল্লিক, অ্যাডভোকেট হাসান আলী রেজা। উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এএইচ এম আব্দুল হাই, মুক্তিযোদ্ধা হাসান আলী রেজা, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুর নবী সোহেল প্রমুখ।
জানা যায়, টাঙ্গাইলের সাবেক পুলিশ সুপার ১০-১২ লাখ টাকা দরে প্রতিটি পুলিশ কন্সটেবল নিয়োগের কথা উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম মঙ্গলবারের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কলাম লেখেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ সুপার মাহবুব আলম তাঁর ফেসবুক আইডতি কাদের সিদ্দিকীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।
