দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির(সেতু) উদ্যোগে সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩৮ জুলাই) সকালে শহরের সেতু টাওয়ারে ওই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সেতু কার্যকরী পরিষদের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) নাজমুল হাসান সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন।
শেষে সংগঠিত অতিদরিদ্র পরিবারের ৩৫ জন মেধাবী সন্তানের মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
