দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান চালোনো হয়।
র্যাব-১৪’র টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদন্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার মো. সাদিক উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন(১ মাসের দন্ড), একই উপজেলার গালা গ্রামের আমিনুলের ছেলে জাহিদুল ইসলাম(১৫ দিন দন্ড), নন্দবালা গ্রামের মো. আজিজুলের ছেলে মাসুদ(১০ দিনের দন্ড), মোমিননগর গ্রামের মো. রউফের ছেলে মো. রাকিব(১০ দিনের দন্ড), তারটিয়ার অঅলীমের ছেলে সুভন(১০ দিনের দন্ড), গালা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রেজাউল (৭ দিনের দন্ড), কালিহাতী উপজেলার নগরবাড়ি গ্রামের আকবরের ছেলে মো. মোস্তফা (৭ দিনের দন্ড), ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে বুলবুল শেখ (৫ দিনের দন্ড), সদর উপজেলার সাকুরকোল গ্রামের মৃত হাকিমের ছেলে মো. জিন্নাত আলী (৩ দিনের দন্ড), কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের নবাব অঅলীর ছেলে আব্দুস সাত্তার(৩ দিরসন দন্ড), সদর উপজেলার গালা গ্রামের বেলাল হোসেনের ছেলে ইব্রাহীম(৩ দিনের দন্ড)।
তাদের ওই তাৎক্ষণিকভাবে নির্বাী ম্যাজিস্ট্রেট ওই সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মিনু মিয়ার ছেলে আব্দুল্লাহকে তিন হাজার টাকা, নগরবাড়ি গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. মোস্তফা প্রামানিককে ১০ হাজার টাকা ও টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার রতন ঘোষের ছেলে বিবেক ঘোষকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন জানান, জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের ভুলিয়ে-ভালিয়ে তারা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে তারা কমিশন নিয়ে থাকেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিত দন্ড প্রদান করা হয়েছে।
