আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:১৪

টাঙ্গাইলে ১৩ আলু ব্যবসায়ীর জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ১৩ ব্যবসায়ীকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(১৭ অক্টোবর) দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাররা (ভূমি) বাজার মনিটরিং করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহান নাসরিন জানান, সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি নিশ্চিত করতে ১২টি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার মনিটরিং করছেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সদর উপজেলায় পাঁচ আলু ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা, সখীপুরে তিন আলু ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা, গোপালপুরে দুই আলু ব্যবসায়ীকে

এক হাজার টাকা, ধনবাড়ীতে দুই ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন।

এছাড়া ঘাটাইল, কালিহাতী, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও দেলদুয়ারে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno