দৃষ্টি নিউজ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষে টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল পৌরসভার ১৮নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত তৃণমূল পর্যায়ের ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
শহরের ১৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু কাউসার বাবুল।
তৃণমূল পর্যায়ের মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।
এসময় বিএনপির নেতাকর্মী সহ তৃণমূল পর্যায়ের নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।