দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ বিক্রেতা লাল মিয়া লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক বিশেষ অভিযানে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(১২ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পৃথক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘাটাইল থানার এসআই মোহাম্মদ আমীর হামজা ও এএসআই মো. আনিছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাজনাগড়া গ্রামের মাদক ব্যবসায়ী লাল মিয়া ওরফে লালুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বসত ঘরের খাটের নিচে তিনটি পোটলায় লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা ও নগদ ৫৫৫ টাকা জব্দ করা হয়। এ সময় গাঁজা লুকিয়ে রাখার অপরাধে বাড়ির মালিক মৃত হোসেন আলীর ছেলে লাল মিয়া ওরফে লালুকে(৫৩) গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছেন- শাহ আলম, সিফাত খান, জাহাঙ্গীর হোসেন, মো. জাকের হোসেন, মো. আরিফ ও রাব্বী মিয়া। তাদেরকে টাঙ্গাইল সদর, সখীপুর, ঘাটাইল, বাসাইল, মধুপুর ও গোপালপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্ধিগ্ন আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মাদকদ্রব্য উদ্ধার এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণে জেলা পুলিশ তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
