আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | রাত ৩:০৩
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে ৭দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন নির্ধারণসহ ৭দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

মানববন্ধন চলাকালে প্রথমিক মিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুল্যাহ্ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. শওকত আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনার রশিদ, মো. আক্তারুজ্জমান, সহ-সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সহ-মহিলা সম্পাদিকা লিপি আক্তার, সদস্য আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা, মো. আব্দুর রশিদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাত দফা দাবি তুলে দরেন। দাবিগুলো হচ্ছে, অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন স্কেল প্রদান। প্রাথমিক শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহন করা। পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরাসরি নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকদের ন্যায় প্রদান করা। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা। বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরী ভোকেশনাল সার্ভিসের পরিবর্তে নন-ভোকেশনাল সার্ভিস হিসেবে গণ্য করা। পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেলসহ সকল প্রকার জটিলতা নিরসন করা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়