আজ- শুক্রবার | ২৪ অক্টোবর, ২০২৫
৮ কার্তিক, ১৪৩২ | রাত ৪:২৭
২৪ অক্টোবর, ২০২৫
৮ কার্তিক, ১৪৩২
২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে ৯ শিক্ষককে অব্যাহতি ১৮ শিক্ষার্থী বহিস্কার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৯ শিক্ষককে অব্যাহতি এবং নকল করার দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এ দÐাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৬ জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৩ জন মোট ৯ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৫ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর এক জন এবং কালিহাতী কলেজ ভেন্যুর ৩ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সকল পদক্ষেপ চলমান থাকবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়