দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা সার ও বীজ মানিটরিং কমিটির সভা বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আদনান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
বক্তারা, বিগত বন্যায় কৃষি ক্ষেত্রের ক্ষয়-ক্ষতির ঘাটতি পূরণে সার ও বীজ সঠিক ভাবে প্রয়োগ করে কৃষি উৎপাদন বাড়াতে উপস্থিত সকল কৃষি ও বিএডিসি কর্মকর্তাদের আহ্বান জানান।
এ সময় জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তা ও বিএডিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
