আজ- বুধবার | ২৪ ডিসেম্বর, ২০২৫
৯ পৌষ, ১৪৩২ | রাত ১০:৪৩
২৪ ডিসেম্বর, ২০২৫
৯ পৌষ, ১৪৩২
২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ, ১৪৩২

টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বৃহস্পতিবার সকাল ৬টায় রিজার্ভ ট্রেন ছাড়বে

দৃষ্টি নিউজ:

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইল থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঢাকা যাচ্ছেন। বুধবার(২৪ ডিসেম্বর) বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে অনেকেই ঢাকার পথে রওয়ানা হয়েছেন। জেলা বিএনপির উদ্যোগে প্রায় ৪ শতাধিক গাড়িতে ৫০-৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রিজার্ভকরা ট্রেনটি বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকাল ৬টায় টাঙ্গাইল স্টেশন ছেড়ে যাবে।

 

 

 

 

 

 

দলীয় সূত্রে জানাগেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০-৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। জেলা বিএনপির ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর এলাকার নেতাকর্মীদের জন্য একটি রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাস, হায়েস ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের পরিবহনে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছে।

 

 

 

 

 

 

 

 

সূত্রমতে, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে। পুরো জেলা থেকে দুই শতাধিক বাস, শতাধিক মাইক্রোবাস ও অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার বহু নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরে অন্যরা রওয়ানা দেবেন।

 

 

 

 

 

বিএনপির নেতাকর্মীরা জানায়, বৃহস্পতিবার তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যে কয়েক দফায় বৈঠক ও সভা করেছেন। সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ট্রেন রিজার্ভ করার বিষয়টিও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। শতাধিক গাড়ি বহর নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় রওনা হওয়ার কথা রয়েছে। এছাড়া মঙ্গলবার(২৩ ডিসেম্বর) অনেক নেতাকর্মী ঢাকায় গিয়েছেন এবং বুধবার(২৪ ডিসেম্বর) অনেকেই গাড়ি বহর নিয়ে ঢাকায় যাচ্ছে। এতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, তারেক রহমান দেশে আসার খবরে তারা উল্লসিত। বৃহস্পতিবার বাংলাদেশ তারেক রহমানকে বরণ করে নেবে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সব উপজেলার নেতাকর্মীসহ জেলার নেতাকর্মীরা এতে অংশ নেবে। মঙ্গলবার থেকে নেতাকর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন।

 

 

 

 

 

 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন জানান, কেন্দ্রীয় নির্দেশে তারা প্রস্তুতি নিয়েছেন। জেলা থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ উপলক্ষে এরইমধ্যে টাঙ্গাইল থেকে একটি ট্রেন ও শতাধিক বাস ভাড়া করা হয়েছে। তবে বেশিরভাগ নেতাকর্মীই বুধবার ঢাকায় চলে যাচ্ছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়