আজ- রবিবার | ২ নভেম্বর, ২০২৫
১৭ কার্তিক, ১৪৩২ | রাত ২:২৫
২ নভেম্বর, ২০২৫
১৭ কার্তিক, ১৪৩২
২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল :: পুলিশ এসি ফাইনালে- ইস্টবেঙ্গলের বিদায়

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ফুটবল টুর্নামেণ্টের সেমিফাইনালে আত্মঘাতি গোলে ইস্টবেঙ্গল ক্লাব বিদায় নিয়েছে। খেলার শুরুতে ইস্টবেঙ্গলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় পুলিশ এসি দল। পুরো নব্বই মিনিটের খেলায় একাধিক আক্রমন করেও পুলিশ এসি দলের জালে বল জড়াতে পারেনি ইস্টবেঙ্গল(০-১)। ফলে ফাইনালে উঠেছে পুলিশ এসি দল। শনিবার(১ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এমন চিত্রই দেখেছেন দর্শকরা।
টুর্নামেণ্টের সেমিফাইনালের কিকঅফের পরপরই বল চলে যায় ইস্টবেঙ্গলের সীমানায়। পুলিশ এসি দলের ১৪ নম্বর জার্সি পরিহিত বাবুল ইস্টবেঙ্গলের গোলবার লক্ষ করে দূরপাল্লার সট নেন। দলকে বিপদমুক্ত করতে ইস্টবেঙ্গল ক্লাবের শিহাব চলন্ত বলে সট নিলে লক্ষ্যভ্রস্ট হয়ে বল নিজ দলের জালে জড়ায়। গোল হজম করে ইস্টবেঙ্গল ক্লাব আক্রমনাত্মক খেলা খেলে একাধিক সুযোগ পেয়েও দক্ষ স্টাইকারের অভাবে হাতছাড়া করে। পাল্টা আক্রমনে পুলিশ এসি দল বেশ ক’টি নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। পুরো ৮৯ মিনিট উভয় দলই চূড়ান্ত চেষ্টা করে একাধিকবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলাফল পুলিশ এসি দল-১, ইস্টবেঙ্গল ক্লাব-০।
খেলা পরিচালনা করেন, রেফারী মনির হোসেন। তাকে সহযোগিতা করেন, শফিকুল ইসলাম ইমন ও শেখ ফরিদ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়