দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের নয়া কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান শুক্রবার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলম পিপিএম (বার), টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
পরিচিতি অনুষ্ঠান শেষে আকর্ষনীয় র্যাফেল ড্র’র আয়োজন করা হয়।
