দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পাদকের পৃথক দু’টি কক্ষের উদ্বোধন হয়েছে। শনিবার(৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের তৃতীয় তলায় নির্মিত এ কক্ষ দু’টির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি কক্ষ উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম পিপিএম ও সাধারণ সম্পাদকের কক্ষ উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রেফাজুর রহমান, ডেইলী স্টার প্রতিনিধি মির্জা শাকিল, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
