দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী, স্বজন ও পথচারীরা। প্লাষ্টিক, পঁচা ফ্রুটস ও নানা মেডিকেল বর্জ্যে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সংক্রমণের ঝুঁঁকিও তৈরি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে পশ্চিম পাশে মেইন গেইটের কাছে ময়লার ভাগাড়ে মশা-মাছি ও নানা পোকামাকড় ভন্ ভন্ করছে। হাসপাতালে আসা রোগীর স্বজনরা নাকে কাপড় দিয়ে হাসপাতালে প্রবেশ করছে। হাসপাতালের ১৫তলা ভবনের প্রতিটি সিড়ির মুখে পানের পিক ও রোগীদের ব্যবহৃত বাথরুম ময়লা-আর্বজনায় ভর্তি। শুধুমাত্র ব্যতিক্রম হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত প্রশাসনিক এলাকা। এই এলাকাটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, এসব বর্জ্য হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন ও হাসপাতালের পাশে স্থাপিত অস্থায়ী টং দোকানীরা ফেলছে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের অবহেলায় প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ময়লা আবর্জনা ও মেডিকেল বর্জ্য জমা হচ্ছে। রোগী ও তাদের স্বজনরা জানায়, হাসপাতালের প্রবেশমুখে এমন নোংরা পরিবেশ স্বাস্থ্যঝুঁঁঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রæত নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান তারা।
হাসপাতালের বাইরে দেয়াল ঘেসে চায়ের দোকানী রফিকুল ইসলাম, ফলের দোকানী নিজাম, ইলিয়াছ হোসেনসহ অনেকেই জানায়, হাসপাতালে রোগীর স্বজনরা সময় কাটানোর জন্য তাদের দোকানে চা-পান করতে এলেও দুর্গন্ধে তারা চা-বিস্কুট খেতে পারেনা। তাদেরও বিকিকিনিও তেমন হয়না।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও সিটি পরিষ্কারের অনিয়মিত ব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রæত কার্যকর ব্যবস্থাগ্রহণের দাবি জানায় ভুক্তভোগীরা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কদ্দুছ জানান, হাসপাতালের ময়লা-আর্বজনা পরিষ্কার করা একটি নিয়মিত কার্যক্রম। তারপরও দেখা যায় হাসপাতালের কিছু কিছু জায়গায় ময়লায় স্তূপ জমে যায়। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। অচিরেই এ অবস্থার উন্নতি হবে।
