দৃষ্টি নিউজ:
খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের সঙ্গে টাঙ্গাইল সদর উপিেজলার মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে যেসব মাঠ নির্মাণাধীন রয়েছে- সেগুলোর নির্মাণ কাজ দ্রæত শেষ হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই, সেসব উপজেলায়ও স্টেডিয়াম নির্মাণ করা হবে।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধনকালে টাঙ্গাইল সদর প্রান্তে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন, দাইন্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা।