দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের স্বনামখ্যাত সৃষ্টি স্কুলের মোহাইমিনুল ইসলাম হামিম নামে নবম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(১৭ জুলাই) সকাল ১১টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইড়তা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মোহাইমিনুল ইসলাম টাঙ্গাইল শহরের পূর্বআদালতপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাইন উদ্দিন জানান, সোমবার রাত থেকে মোহাইমিনুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইড়তা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে বলে ওসি জানান।