দৃষ্টি স্পোর্টস:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী(মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপ-পরিষদের সভাপতি জহিরুল ইসলাম খান সম্রাটের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যাডমিন্টন উপ-পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় দুই শতাধিক পুরুষ ও মহিলা খেলোয়ার অংশ নিচ্ছেন।