দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নির্যাতিত ও ত্যাগী নেতা ফরহাদ ইকবালকে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার(৬ নভেম্বর) শহরে তাঁর অনুসারী নেতাকর্মীরা মিছিল করেছে। এদিন দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে দলীয় মনোনয়নের দাবিতে শহরের ঈদগাঁ মাঠ থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের জেলা সদর মসজিদ রোড, বটতলা, কাজী নজরুল ইসলাম স্মরণি, শহীদ স্মৃতি পৌর উদ্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিএনপি নেতাকর্মীদের মিছিলের কারণে শহরের নিরালা মোড় থেকে জেলা সদর মসজিদ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্র দলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।
মিলিছ ও সংক্ষিপ্ত সমাবেশে জেলা ও সদর উপজেলা বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।

সমাবেশে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল শহর ও সদর উপজেলার আপামর জনগন ও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা টাঙ্গাইল-৫(সদর) আসনে এ উপজেলার মানুষকে দলীয় মনোনয়ন দেওয়ার আকাঙ্খা পোষণ করে। তাদের আকাঙ্খা পুরনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতারা জনগনের আকাঙ্খা পুরনের ব্যবস্থা করবেন।
প্রকাশ, গত ৬ নভেম্বর(সোমবার) বিকালে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করেন। শুধুমাত্র টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। এ আসনে ৬জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি। এর মধ্যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মনোনয়নের দৌঁড়ে এগিয়ে রয়েছেন।
