দৃৃষ্টি নিউজ:
ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট অরিত্র রহমান আগামিকাল বুধবার(১৫ অক্টোবর) জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ডের মিটিংয়ে অংশগ্রহণ করবেন। তিনি বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫বি১- এর লিও জেলা সভাপতি।
প্রতিনিধি দলে রয়েছেন- ওয়েসকা ইন্টারন্যাশনালের প্রাক্তন পরিচালক বেঞ্জির আহমেদ, ওয়েসকা বাংলাদেশের পরিচালক কেএম ইকতিয়ার জামান, ওয়েসকা বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার সভাপতি মিসেস হেলেন আখতার নাসরিন, মহাসচিব মিসেস খালেদা জাহান এবং প্রেসিডেন্ট ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চেপ্টার তাসফিয়া আহমেদ সহ ৭জন।
তারা বিশ্বের ৪১টি দেশে গ্রামীণ উন্নয়ন, পরিবেশ পুনরুদ্ধার এবং ক্ষমতা গঠনের জন্য কাজ করে এমন জাপান ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও ওয়েসকা ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ৭ জন প্রতিনিধি দলের সাথে ওই অনুষ্ঠানে যোগদান করছেন। প্রতিনিধি দলটি আগামি ২১ অক্টোবর পর্যন্ত টোকিওতে অবস্থান করবে।
প্রতিনিধি দলটি ওই মিটিংয়ে বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার এর নতুন প্রকল্পের লক্ষ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করবে। সংশ্লিষ্টরা অরিত্র রহমান রহমান সহ প্রতিনিধি দলের সাফল্য প্রত্যাশা করছে।