দৃষ্টি রিপোর্ট:
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দ্রুতই ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ডট বাংলা ও ডট বিডি (ডট জিওভি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য) ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে। রেজিস্ট্রির দায়িত্ব থাকবে বিটিআরসি ও বিটিসিএলের হাতে, আর রিসেলার সিস্টেম উন্মুক্ত করার জন্য এপিআই ডেভেলপমেন্ট কাজ চলছে।
তিনি বলেন, এতদিনে দেশে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্ট হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট হোস্ট করা হয়েছে। এর মধ্যে তিন ধরনের ডোমেইন- ডট গভ, ডট বাংলা ও ডট বিডি মিলে প্রায় ৩৭ হাজার হোস্টিং রয়েছে সরকারি প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য এখনো শূন্যের কাছাকাছি। এ ব্যর্থতার জন্য তিনি আওয়ামী ম্যানেজমেন্টকে দায়ী করেন। তার মতে, বিদেশ ভ্রমণ না করার মতো অযৌক্তিক কারণে কাজ আটকে রাখা হয়েছিল।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ডোমেইন নেইম হোস্টিংয়ের কারণে বিদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গচ্ছিত হচ্ছে, যা অন্তত আংশিকভাবে হলেও বন্ধ করা দরকার।
তিনি বলেন, ডট জিওভি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যাচাইয়ের মাধ্যমে উন্মুক্ত করা হবে। একইভাবে ডট এডু ডোমেইন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডটকম, ডটবিডি রিসেলার ব্যবস্থাও উন্মুক্ত করা হবে।
এছাড়া ডট ওআরজি, ডট বিডি এবং ডট বাংলার অন্যান্য এক্সটেনশন নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।