দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শুভকী পুটিয়াজানী গ্রামে মঙ্গলবার(৭ সেপ্টম্বর) ভোরে অভিযান চালিয়ে ১৪২ পিস ইয়াবাসহ রাজিব মিয়া(৩৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২।
আটককৃত রাজিব মিয়া উপজেলার মঙ্গলহোর গ্রামের শরিফ মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব কমান্ডার জানান, আটক রাজিব মিয়া দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। গোপনে খবর পেয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
