দেলদুয়ার প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে একই সময়ে একই স্থানে তিন সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার(১ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উল্লেখিত স্থানে কোন প্রকার গণসংযোগ মিছিল, সভা সমাবেশ, স্লোগান, শোভাযাত্রা, পিকেটিং, অস্ত্র-শস্ত্র বিস্ফোরক দ্রব্য পরিবহনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
শনিবার মুক্তিযোদ্ধাকালীন কোম্পানি কমান্ডার ফজলুল হক উপজেলা স্টেডিয়ামে সমাবেশের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দেলদুয়ার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দিনব্যাপী মতবিনিময় সভার অনুমতি চান, পাশাপাশি দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহেদুল্লাহ মিয়া মাদক বিরোধী মতবিনিময় সভার অনুমতি চেয়েও আবেদন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী জানান, একই স্থানে একাধিক সংগঠন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করায় বিশৃঙ্খলা এড়াতে জনগণের জানমাল রক্ষার্থে ওই স্থানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
