দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নলুয়া দক্ষিণ পাড়ায় রোববার(১৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে অপহৃত যুবক মো. দেলোয়ার হোসেনকে(২৩) উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নলুয়া দক্ষিণ পাড়ার মো. টুলু মিয়ার ছেলে মো. শাওন(২৭), একই গ্রামের মৃত কামাল খানের ছেলে মো. জাকির খান(৫৩) ও পাথরাইল পশ্চিম পাড়ার মোজাফর মিয়ার ছেলে মো. ফেরদৌস মিয়া(১৯)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম জানান, দেলদুয়ার উপজেলার ঝুনকাই গ্রামের মো. আরফান আলীর ছেলে মো. দেলোয়ার হোসেনকে অপহরণ করে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে মো. আরফান আলী অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল র্যাবের একটি চৌকশ দল দেলদুয়ার উপজেলার নলুয়া দক্ষিণপাড়া জনৈক জাকিরের বাড়ির উঠানে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে অপহৃত মো. দেলোয়ার হোসেনকে উদ্ধার করা হয় এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
