ধনবাড়ী প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার(১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
ঢাকা-জামালপুর মহাসড়ক সংলগ্ন কাঠপট্টির অস্থায়ী কার্যালয় চত্ত্বরে শুক্রবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে একটি আনন্দ র্যালি বের হয়ে ধনবাড়ী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, সাংগাঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুূখ।
এ সময় পৌর শাখা জাতীয় পার্টির সভাপতি মো. আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক আলম উদ্দিন সবুজ, যুব সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম রতন সহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।