
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-জামালপুর সড়কে ধনবাড়ী উপজেলা পরিষদের সামনে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ট্রাকচাপায় আকরাম হোসেন (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
তিনি ওই উপজেলার হাজরাবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে ও জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শেষ বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আকরাম তার এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন।
পথে পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় বাধাগ্রস্ত হয়ে পেছন থেকে পড়ে গেলে সামনে থেকে আসা ট্রাকচাপায় নিহত হন আকরাম।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া জানান, দুর্ঘটনার পর আকরামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
