
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে কুলি, দিনমজুর, চা দোকনী, সিএনজি ও অটোরিকশা শ্রমিক সহ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(২৮ মার্চ) সকালে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অংশ নিয়ে কর্মহীন হয়ে পড়া চার শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি তেল, এক পিস সাবান বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, বাজার বণিক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা মো. রাজিব আহম্মেদ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
