
নাগরপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে যৌথভাবে ভ্রাম্যমান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় যৌথভাবে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদর, সহবতপুর, গয়হাটা, ভাদ্রা, দপ্তিয়র সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও বাসা-বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে মাইকিং করে সচেতনতামূলক উপদেশ প্রদান করা হয়। করোনার বিস্তার রোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও বারণ করা হয়। প্রয়োজনে বাইরে গেলেও মাস্ক, হ্যান্ডগ্লাবস ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন শেষে দ্রুত বাড়িতে ফেরার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সেনা বাহিনীর ক্যাপ্টেন রাশেদ ইকবাল বলেন, স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য আমাদের টহল অব্যাহত থাকবে। কেউ প্রশাসনের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পরে তাদের গাড়ি দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও স্পটে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়।
