নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষান-কিষানি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধ ও বৃহস্পতিবার(৮ অক্টোবর ও ৯ অক্টোবর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় ৩০জন কৃষান-কিষানিকে পারিবারিক পুষ্টিবাগান গঠন, সবজি ও ফল উৎপাদন, চারা পরিচর্যা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষান-কিষানিদের মাঝে বিভিন্ন সবজির ও ফল গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারিবারিক পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। অতিরিক্ত কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসাররা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।