নাগরপুর প্রতিনিধি:
শিক্ষা উপদেষ্টার ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নেতা মো. শওকত আলী, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী মনসুর প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষক-কর্মচারীরা শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুত অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার ব্যবস্থা করা হোক। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে নাগরপুর উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশ, নাগরপুর উপজেলায় বর্তমানে ৪০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি বেসরকারি মাদ্রাসা এবং ৪টি বেসরকারি কলেজ রয়েছে।