নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুরুদয়াল মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্লাবের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় জমজমাট ওই টুর্নামেণ্ট ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল শাখার সাবেক সভাপতি ক্লিন ইমেজের নেতা ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো. আতিকুর রহমান আতিক।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চল। অনুষ্ঠান উদ্বোধন করেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. সামছুল আলম সরকার (খোকন)। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন উইং) ও উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালীদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. আজম খান প্রমুখ।
আয়োজকরা জানায়, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজিত টুর্নামেণ্টে জমজমাট মেগা ফাইনাল ম্যাচে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি বনাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি ইয়ংস্টারের মধ্যকার খেলায় মানিকগঞ্জ ১-0 গোলে সিরাজগঞ্জকে হারিয়েছে। এই ম্যাচকে ঘিরে আশেপাশের বিভিন্ন গ্রামের প্রচুর দর্শক সমাগম হয়।