রোকনুজ্জামান রুকু, চৌহালী:

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার(২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালামের নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় নাগরপুর থেকে ভাড়রা পশ্চিম এলাকা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
ভাড়রা ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. ওয়াব মোল্লা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, ভাড়রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর সরকার, বিএনপি নেতা মনিরুল বারি তালুকদার, চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. কাদের মোল্লা, যুব দলের সভাপতি মো. আরমান হোসেন হাবিব, ভাড়রা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মেম্বার, চৌহালী উপজেলা যুবদলের সাংগঠনিক শহীদুল ইসলাম শাপলা, যুবদলের দপ্তর রুবেল মোল্লা প্রমুখ।
এ সময় দেলদুয়ার ও নাগরপুরের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রæতি দেন এমএ ছালাম । তিনি বিশ্বাস করেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।
