দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকীর ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বুধবার(১১ সেপ্টেম্বর) কালিহাতী উপজেলার নারান্দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারান্দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, শহীদ শফি সিদ্দিকীর বড়ভাই সাবেক সরকারি কর্মকর্তা রকিবুল হোসেন সিদ্দিকী, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মিজানুর রহমান মজনু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সদস্য শুকুর মাহমুদ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মাসুদ তালুকদার প্রমুখ।
