দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের বিল থেকে শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নিখোঁজ হওয়ার দুইদিন পর নুরুল ইসলাম(৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মোসলেম খানের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর(বুধবার) নুরুল ইসলাম বড়শি নিয়ে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গত দুইদিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে শুক্রবার বিকালে মীর দেওহাটা গ্রামের বিল থেকে নুরুল ইসলামের মরদেহ পুলিশ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে পুলিশ ধারণা করছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।