আজ- শুক্রবার | ২৪ অক্টোবর, ২০২৫
৮ কার্তিক, ১৪৩২ | রাত ৪:২৬
২৪ অক্টোবর, ২০২৫
৮ কার্তিক, ১৪৩২
২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক, ১৪৩২

পাকিদের নির্মমতা জানাতেই বধ্যভুমি সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ :: কৃষিমন্ত্রী

দৃষ্টি নিউজ:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন ও নতুন প্রজন্মকে পাকিস্থানী বাহিনীর নির্মমতা জানানোর জন্যে বধ্যভুমি সংস্কার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের পুরো নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নির্যাতন ও গণহত্যা চালায়। দেশের বিভিন্ন স্থানে অসংখ্য বধ্যভূমি ও গণকবর তৈরি হয়। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলের এই পানির ট্যাংক এলাকা মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমি হয়ে ওঠে। ১১ ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হওয়ার পর জেলা সদর পানির ট্যাংকের পাশে অসংখ্য মাথার খুলি ও হাঁড়গোড় পড়ে থাকতে দেখাগেছে। এই বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে ছিল। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এই বধ্যভূমির স্থান সংস্কার করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই ডাকে মুক্তিকামী মানুষ প্রশিক্ষিত পাক বাহীনির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এবং তাদের পরাজিত করে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস্ বাংলার সাধারণ নাগরিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি চাকুরীজীবী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের টাঙ্গাইল ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুক্তিকামী নিরিহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এই সার্কিট হাউসে আনা হত। সেখানে নির্যাতন চালানোর পর সার্কিট হাউসের পেছনে জেলা সদর পানির ট্যাংকের পাশে নির্জন স্থানে নিয়ে তাদের হত্যা করা হত।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জেলা সদরে বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কার এবং নবরূপে নির্মিত স্মৃতিসৌধ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ২১ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, স্বাধীনতার ঘোষক নিয়ে ঘৃণ্য রাজনীতি করা হয়েছে। সত্যকে কখনই আড়াল করা যায় না। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, তুলে ধরার দায়িত্ব আমাদের সকলের।

https://youtu.be/a8jvd4All0U

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়