আজ- সোমবার | ১০ নভেম্বর, ২০২৫
২৫ কার্তিক, ১৪৩২ | রাত ৪:০৫
১০ নভেম্বর, ২০২৫
২৫ কার্তিক, ১৪৩২
১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক, ১৪৩২

পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় সখীপুর উপজেলা বিএনপির ৪৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার(১৩ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি নেতাকর্মীরা টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলী আদালতে ৫৯জন নেতাকর্মী আত্মসমর্পণ করে।

এ সময় বিচারক ফারজানা হাছানাত ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৪৯ নেতাকর্মীর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটককৃতরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।


মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী।

ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এ সময় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনের নামে মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে ওই মামলায় ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে পুলিশ।


আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা এ মামলাটি দায়ের করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়