আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:৫৪

প্রতিবন্ধীদের মাঝে ক্লিন টাঙ্গাইলের উপহার প্রদান

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ‘ক্লিন টাঙ্গাইল’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুরে শতাধিক প্রতিবন্ধীর মাঝে পঞ্চম দফায় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লিন টাঙ্গাইলের সমন্বয়ক জালাল উদ্দিন শাহীন চাকলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও ক্লিন টাঙ্গাইলের প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরন, পৌরসভার

প্যানেল মেয়র ও উপদেষ্টা মো. সাইফুজ্জামান সোহেল, উপদেষ্টা ও ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক

সম্পাদক গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, এক বিন্দু আলো’র চেয়ারম্যান পারুল মাহবুব খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে ক্লিন টাঙ্গাইলের মেম্বার- মীর শামীমুল আলম, চাঁদ সুলতানা, এমএম হাবিব কাঞ্চন, আসাদুজ্জামান লোটন, রবিউল ইসলাম, শিউলি আক্তার, ফরমান

শেখ, সাইফুল ইসলাম, শামীম আল মামুন তুহীন সহ স্কাউটাররা উপস্থিত ছিলেন।

প্রকাশ, ‘পরিছন্নতার কাজে নিয়োজিত, মানবতার কল্যাণে নিবেদিত’ স্লোগানে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবার এবং প্রতিবন্ধীদের মাঝে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন টাঙ্গাইল’ নিরলসভাবে সহায়তা করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno