আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৪:২৭

প্রশ্নপত্র ফাঁসের খবর দ্রুত র‌্যাবকে দিন :: মেজর মোহাম্মদ রবিউল ইসলাম

 

দৃষ্টি নিউজ:


চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে জিরো টলারেন্স ঘোষণা করে টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন, কোন অভিভাবক প্রশ্নপত্র ফাঁসে ছেলে-মেয়েদের আগ্রহ দেখাবেন না। কোথাও কোন প্রকার প্রশ্নপত্র ফাঁসের খবর পেলে তাৎক্ষনিক র‌্যাবকে জানান। বৃহস্পতিবার(৫ এপ্রিল) পরীক্ষা চলাকালে টাঙ্গাইল শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্রে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩’এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম পরিদর্শনকালে পরীক্ষার হলের বাইরে অপেক্ষারত অভিভাবকদের সাথে সচেতনতামূলক মতবিনিময়ে এসব কথা বলেন।
এ সময় সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামান, ইসলাম বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. আকরাম হোসেন ও আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়টি টাঙ্গাইলের এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। র‌্যাবের এ তৎপরতায় নকলমুক্ত পরিবেশে নিবিঘেœ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno