আজ- বৃহস্পতিবার | ২৩ অক্টোবর, ২০২৫
৭ কার্তিক, ১৪৩২ | সকাল ৬:২৫
২৩ অক্টোবর, ২০২৫
৭ কার্তিক, ১৪৩২
২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক, ১৪৩২

প্রীতিলতার চরিত্রে সাহসী কন্যা পরীমনি

দৃষ্টি বিনোদন:

ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীভিত্তিক চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন পরীমণি। ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘প্রীতিলতা’র ভূমিকায় দেখা যাবে তাকে।

নভেম্বরেই শুরু হয়েছে শুটিং। ছবিতে নিজের লুক ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘অলিভিয়া’ ও ‘প্রীতিলতা’ নাম দুটি।

পরীমনির পোস্টের পর প্রশ্ন উঠেছে, ‘প্রীতিলতার ছবিতে অলিভিয়া কে?’ এর উত্তরে ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, বর্তমান সময় থেকে গল্পটি শুরু করার জন্য অলিভিয়া চরিত্রটির জন্ম। এই চরিত্রটি মূলত এই সময়ের নায়িকা। তাই তার লুকটাও এই সময়ের। তবে ধীরে ধীরে তাকেই প্রীতিলতা হয়ে উঠতে দেখবেন দর্শকরা।

চিত্রনাট্যকার আরও জানান, অলিভিয়া চরিত্রটির ব্যাপ্তি খুবই কম। এই চরিত্রটি প্রীতিলতা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সিনেমার গল্প এগিয়ে যাবে।

তাই অনেকে যারা মনে করছেন যে, এটা পিরিয়ডিক সিনেমা কি না কিংবা প্রীতিলতা চরিত্রটিকে আরও ফিকশনাল করা হলো কি না, সেসব ভাবার কোনো সুযোগ নেই।

ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। ছবিতে পরীমণির সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘গহীন বালুচর’ খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর’কে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়