আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ২:০৮
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

ফ্রোজেনের আয় এক বিলিয়ন ডলার!

দৃষ্টি ডেস্ক:

মাস পেরোনোর আগেই সারা বিশ্বে এক বিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। গত ২২ নভেম্বর মুক্তি পেয়েছে অ্যানিমেশন ছবি ‘ফ্রোজেন টু’। ‘ফ্রোজেন’ ছবির রেকর্ডকেও ছাড়িয়ে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়কারী অ্যানিমেশন সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে।

আমেরিকায় ছবিটি আয় করেছে ৩৬৬.৫ মিলিয়ন ডলার। আর বিশ্বের অন্যান্য জায়গায় ৬৬৬ মিলিয়ন ডলার আয় করেছে ‘ফ্রোজেন টু’।

২০১৩ সালের অস্কারজয়ী ‘ফ্রোজেন’ সিনেমার সিক্যুয়েল ‘ফ্রোজেন টু’। আগের ছবির মতো এ ছবিও যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জনাথন গ্রথ ও জোশ গ্যাড।

গত ফেব্রুয়ারিতে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলে ছবিটি। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয় ১১৬.৪ মিলিয়ন বার। একদিনে কোনো অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়