আজ- ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:৩৭

বঙ্গবন্ধু সেতুতে ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭ গাড়ি পারাপার

 

দৃষ্টি নিউজ:

কোটা বিরোধী আন্দোনের পর বুধবার(২৪ জুলাই) বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ছাড়াও দূরপাল্লার বাস চলাচল করছে।


মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েণ্টে পুলিশ টহল দিচ্ছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েণ্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছে।


বাসেক’ বঙ্গবন্ধু সাইট অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টা থেকে বুধবার(২৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।


বাসেক’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার রাত ১২টা থেকে গত ১২ ঘণ্টায় সাত হাজার ২৭৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে ৭৩২টি বাস, তিন হাজার ৬৪টি ট্রাক, ৮৯০টি মোটরসাইকেল এবং দুই হাজার ৫৯১টি বিভিন্ন হালকা যানবাহন পারাপার হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno