আজ- শনিবার | ৩১ জানুয়ারি, ২০২৬
১৭ মাঘ, ১৪৩২ | ভোর ৫:৪৭
৩১ জানুয়ারি, ২০২৬
১৭ মাঘ, ১৪৩২
৩১ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ, ১৪৩২

বঙ্গবন্ধু স্মৃতি স্বর্ণপদকে ভূষিত ইঞ্জিনিয়ার লিয়াকত আলী

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘বঙ্গবন্ধু স্মৃতি স্বর্ণপদক-২০১৭’ এ ভূষিত হয়েছেন। সফল সমাজ সেবক হিসেবে রোববার(২০ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে ওই পদক তাঁর হাতে তুলে দেন।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে স্মৃতিতে বঙ্গবন্ধু ও উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি মকবুল। সংগঠনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল, সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়