আজ- ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১:৩৮

বন্যার্তদের পাশে টাঙ্গাইলের সামাজিক সেবা সংগঠন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সামাজিক সেবা সংগঠন’ বন্যা কবলিত এলাকার সাড়ে চরশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। বুধবার(২৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যা কবলিত কুমিল্লা জেলার হরিপুর, পাকশিমুল, বাতানবাড়ী, বলরামপুর, খোদাইধূলা, পূর্নমতি, পিতাম্বর অঞ্চলে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ সময় সামাজিক সেবা সংগঠনের নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল, জোনাল ম্যানেজার (নিরীক্ষা) মো. আনিছুর রহমান, মো. রিপন মিয়া, একেএম আনোয়ার হোসেন, কুমিল্লা জোনের ম্যানেজার কামরুল ইসলাম, এরিয়া ম্যানেজার রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসেন তালুকদার জানান, সামাজিক সেবা সংগঠন দুর্যোগপূর্ণ পরিস্থিতে সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাধ্য অনুযায়ী সবাই কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।


বিতরণকৃত খাদ্যের মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি চিড়া, দেয়াশলাই, মোমবাতি ইত্যাদি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno